মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন




ডিমলায় অভিনব কায়দায় ভারতীয় গরু পাচারের সময় আটক ৫

ডিমলায় অভিনব কায়দায় ভারতীয় গরু পাচারের সময় আটক ৫

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় মাইক্রোবাস যোগে ভারতীয় চোরাই গরু পাচারের সময় ৩টি গরু মাইক্রোবাসসহ ৫ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ ব্যাপারে ডিমলা থানায় মামলা হয়েছে।
পুলিশসুত্রে জানাগেছে, সোমবার গভীররাতে উপজেলার বালাপাড়া ঠাকুরগঞ্জ বিজিবি সীমান্তের টহলরত জোয়ানরা একটি মাইক্রোবাস দেখতে পায়। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহ জনক হলে টহলরত জোয়ানরা(ঢাকা মেট্রো-চ১১-৩৫৬৪) মাইক্রেবাসটি আটক করে মাইক্রো বাসের ভিতরে চার পা বাধা অবস্থায় শুয়ে রাখা ৩ টি ভারতীয় গরুসহ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আবেদ আলীর ছেলে (মাইক্রোবাস চালক) রায়হান আলী(১৮), ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মনছুর আলীর ছেলে শফিকুল ইসলাম(৩০), রবিউল ইসলাম (৩৫), কালিগঞ্জ গ্রামের তছির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম(৩২) ও আসমত আলীর ছেলে রবিউল ইসলাম(৪০) কে আটক করে ডিমলা থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে বালাপাড়া সীমান্তের ৫১ বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নাছির উদ্দিন সিকদার বাদী হয়ে ৫জনকে আসামি করে ডিমলা থানার মামলা নং-১৮, তারিখ ২২/১০/১৯ দায়ের করেন। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com