শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন




গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতাল-বাঙ্গালীদের বিক্ষোভ

গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতাল-বাঙ্গালীদের বিক্ষোভ

শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় নতুন করে নির্মাণ করা ঘর উচ্ছেদের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাঁওতাল ও বাঙ্গালীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা কাটা মোড়ে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, কমিটির নেতা স্বপন মিয়া, সুফল হে¤্রম প্রমূখ। এ সময় কাটামোড়ের এক সমাবেশে বক্তারা বলেন সাঁওতাল-বাঙ্গালীরা তাদের বাপ-দাদার জমিতে ঘর নির্মাণ করেছে। প্রশাসন সেই ঘর ভাঙ্গতে এলে আমরা তা প্রতিরোধ করব। এর আগে মাদারপুর কুয়ামারা কিল থেকে বিক্ষোভকারীরা গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতাল ও বাঙ্গালীদের নির্মাণ করা ঘর উচ্ছেদ করে। আবারো গত এক সপ্তাহ যাবত তারা নতুন করে প্রায় শতাধিক ঘর নির্মাণ করেছে। প্রশাসন এই ঘর সরিয়ে নেয়ার আহŸান জানালে তারা এই বিক্ষোভ করে এবং আন্দোলনের হুমকী দেয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com