শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন




প্রত্যেক শিক্ষার্থীকে তার মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে : গোপাল

প্রত্যেক শিক্ষার্থীকে তার মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে : গোপাল

ইদ্রিস আলী, দিনাজপুর :
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বর্তমান বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তির যুগে বিশে^ তাল মিলিয়ে চলতে হলে যুযোগযুগি শিক্ষা গ্রহন করতে হবে। মেধার বেশি বেশি চর্চা করতে হবে। মুল কথা হলো, প্রত্যেক শিক্ষার্থীকে তার মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখে আগামীর দিন শুরু করতে হবে।
১৫ অক্টোবর মঙ্গলবার কাহারোল উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এসময় প্রথম শ্রেনি থেকে ডিগ্রী পর্যন্ত ৩শ ৪৪ জন ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠি ছাত্র-ছাত্রীদের ৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি, ৩শ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ, ২টি কমিউনিটি সেন্টারে মালামাল বিতরণ করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা পুুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক সুকুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মোহন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ইদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, উপজেলা আদিবাসী সমিতির সভাপতি নারায়ন মাড্ডি প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি গোপাল বলেন, পাশাপাশি শুধু লেখাপড়া করে ফলাফল ভাল করলেই চলবে না, বরং ভাল চরিত্রের ও ভাল মনোর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বর্তমানে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না বাংলাদেশে এমন পরিস্থিত আর নাই। দরিদ্র কিন্তু মেধাবী, প্রয়োজনে এসব শিক্ষার্থীর লেখা পড়ার খরচ সরকার বহন করবে। কোন প্রতিভা চাপিয়ে রাখা যায় না। মেধা থাকলে তা বিকশিত হবেই। আমাদের সমাজে এখনও অনেক হৃদয়বান মানুষ আছে। যারা মেধাকে বিকশিত করতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com