শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন




বীরগঞ্জে দখল হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধার কবরস্থান

বীরগঞ্জে দখল হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধার কবরস্থান

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরের ঢাকা- পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বি এস কোয়ার্টার ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পাশের এক টুকরো জমিতে রয়েছে বীর মুক্তিযোদ্ধার কবরস্থান। বর্তমানে এইস্থানে একাধারে কবর, জেলা পরিষদ ও পরিত্যক্ত জরাজীর্ণ বি এস কোয়ার্টারের জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে তুর্য্য নার্সারি আর ধানের খড় ব্যবসা। প্রকাশ থাকে, ১৬ ডিসেম্বর, ২০১০ বীরগঞ্জ পৌরবাসীর পক্ষে তৎকালীন দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ হাসান মারুফ এই মুক্তিযোদ্ধার সম্মানে অশেষ কৃতজ্ঞতায় আগামির প্রজন্মের জন্য শ্বেতপাথর খচিত নাম ফলক ও টাইলস ফিটিংস করে কবরটি রক্ষনাবেক্ষন করেন। এই পবিত্র মাটিতে শেষ শয্যায় শায়িত আছেন লক্ষীপুর জেলা সদরের প‚র্ব দিঘলী বাজারের মরহুম সেকেন্দার মিঞার সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ মহসিন মিঞা। তিনি ১৪/০৪/১৯৭১ খ্রীঃ বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়ন মদনপুর নামকস্থানে হানাদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরন করেন। স্থানীয় মুক্তিযুদ্ধের সপক্ষের সচেতন মহলের মতামত এই দখলদারদের উৎখাত করে মুক্তিযোদ্ধার কবরস্থানের জমি ও সরকারী সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com