রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক হারাগাছ থানাধীন উত্তর ঠাকুরদাস গ্রামস্থ্যজনৈক মোঃ আঃ মোকছেদ বুলু এর বসত বাড়ীর হতে ১১০ টি বিড়ির জাল ব্যান্ডরোলসহ আসামি মোঃ আঃ মোকছেদ বুলু(৬১), পিতা-মৃত-ওমর আলী পাইকার, সাং-উত্তর ঠাকুরদাস, থানা-হারাগাছ, মহানগর, রংপুরকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-৬ জন, তাজহাট থানায়-১ জন, মাহিগঞ্জ থানায়-৬ জন, হারাগাছ থানায়-৪ জন, হাজিরহাট থানায়-৪ জন এবং ডিবি কর্তৃক-২ জনসহ মোট-২৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ২০৪ টি মামলা ও ৭১,৬০০/- টাকা জরিমানা আদায় করা হয়।