রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন
পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর পদে মোশাররফ হোসেন মিঠু (উটপাখি) ৬৪৭ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত তার নিকট তম প্রতিদ্বন্দি শরিফুল ইসলাম (পানির বোতল) পেয়েছেন ৫৯২ ভোট। ১৪ই অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১ হাজার ৮’শ ৬৩জন ভোটারের মধ্যে ১ হাজার ৫’শ ৬৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উল্লেখ্য গত এপ্রিল মাসে পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত কাউন্সিলর রাজা মিয়া মৃত্যু বরন করলে নির্বাচন কমিশন উক্ত ওয়ার্ডে উপ নির্বাচনের ব্যবস্থা করেন।