বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন




বাংলাদেশ অসাম্প্রদায়িকতার প্রতীক :এমপি মনোরঞ্জন শীল গোপাল

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার প্রতীক :এমপি মনোরঞ্জন শীল গোপাল

তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সব ধর্মের
মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক।
তিনি বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপর কোনো ধর্ম নেই। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই। ১২ অক্টোবর শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এর অনুকূলে বরাদ্দকৃত ১২ টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর
রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।এর আগে কাহারোলে দীপ্ত জীবন ফান্ডেশন হাসপাতালের নির্মাণাধীন কাজের পরিদর্শন
করেন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com