শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন




কাউনিয়ায় পালিত হলো শহীদ আবুল হাশেম’র ২১তম মৃত্যুবার্ষিকী

কাউনিয়ায় পালিত হলো শহীদ আবুল হাশেম’র ২১তম মৃত্যুবার্ষিকী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখার উদ্দ্যেগে আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) পালিত হলো শহীদ আবুল হাশেম’র ২১তম মৃত্যুবার্ষিকী । বাংলাদেশের বিভিন্ন লড়াই-সংগ্রাম ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিসর্জন দিয়েছে অনেক তাজা প্রাণ। রংপুর জেলার কাউনিয়া থানার ছাত্র ইউনিয়নের ছাত্র নেতা আবুল হাশেম শিক্ষার বাণিজ্যিকীরণ ও নকল বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেন। শহীদ আবুল হাশেম মীরবাগ ধর্ম্মেরশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্র ইউনিয়ের সাথে যুক্ত হন। শহীদ আবুল হাশেম কাউনিয়া উপজেলা শাখার গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং রংপুর জেলা সংসদের সদস্য পদ পান। সে সময়ে রংপুরের ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রতিটি আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। ১৯৯৮ সালে কাউনিয়া উপজেলা ছাত্র ইউনিয়ন দ্বারা পরিচালিত নকলবিরোধী ও শিক্ষা বাণিজ্যিকীরণ বিরোধী আন্দোলনের সময় ৮ই অক্টোবর রাতের অন্ধকারে স্থানীয় সন্ত্রাসীরা শহীদ আবুল হাসেমকে নৃশংসভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখে। সে সময় তার ডিগ্রী পরীক্ষা চলছিল। চিহৃিত সন্ত্রাসী কর্তৃক আবুল হাশেমকে খুন করা হলেও তৎকালীন সময়ের সরকার ওপ্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। সংগঠন ও তার পরিবার থেকে মামলা করা হলেও এর কোন সুষ্ঠু তদন্ত ও বিচার আজ পর্যন্ত হয়নি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবী জানিয়ে আসছে। শহীদ হাশেম’র প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ,কাউনিয়া উপজেলা শাখা ও মীরবাগ আঞ্চলিক শাখা,তারপর আলোচনা করা হয়।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা রতন বর্ম্মনের সঞ্চালনায় আলোচনা করেন,জিয়াউর রহমান সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ,আবু সালেহ সিহাব সা:সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ,সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com