শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন




ডোমারে স্ত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষক আনিস গ্রেফতার

ডোমারে স্ত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষক আনিস গ্রেফতার

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্ত্রী নির্যাতনের দায়ে গোমনাতি উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আনিস রহমান মালুকে বৃহস্পতিবার ভোর রাতে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
অভিযোগ সুত্রে জানাযায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে জলঢাকা উপজেলার ধর্মপাল হাজিপাড়া গ্রামের আজিজুল ইসলামের কন্যা উম্মে রুমানা লিমি(২৭)্এর সাথে চিকনমাটি ধনিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বাবলু’র পালিত পুত্র আনিস রহমান মালু(৩৩)এর সাথে রেজিষ্ট্রিকৃত নিকাহ নামা মুলে বিবাহ সম্পর্ণ হয়। বিবাহঅন্তে লিমির বাবা মালুকে তার চাহিদামতো মোটা অংকের উপঢৌকন প্রদান করিলে মালু তার স্ত্রী’র সাথে সংসার করিতে থাকে।তাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান জন্মনেয়।তার পর থেকে আনিস রহমান মালু তার স্ত্রী লিমিকে বিভিন্ন সময়ে যৌতুকের ৭ লক্ষ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। লিমি তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচার মুখবুঝে সহ্যকরিয়া সংসার করিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত (২৪ সেপ্টেম্বর) সকালে লিমিকে তার বাবার কাছ থেকে আবারও যৌতুকের ৭ লক্ষ টাকা আনার জন্য বাড়ী যাইতে বলে। উহাতে সে অস্বীকৃতি জানাইলে তার স্বামী লাঠিদিয়ে তাকে এলো পাথারি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার গলা চেপে শ^াসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এলাকা বাসী তার কবল থেকে লিমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে তার স্ত্রী লিমি বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০সংশোধনী ০৩ এর ১১(গ) মামলা নং ২ দায়ের করেন।এ বিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন বাদীনির অভিযোগের ভিত্তিতে আনিস রহমান মালুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com