রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ কারের চালক মাদক ব্যবসায়ী শাহিন সরদার(৩০)কে আটক করেছে। আটক শাহিন বগুড়া জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামের আতাউর রহমান সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুলের নেতৃত্বে একটি টিম শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার সামনে হিলি থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার (রেজিঃ নম্বর ঢাকা মেট্রো- খ-১১-৫৪৬৩) আটক করে মাদক ব্যবসায়ী ও কারের চালক আসামি শাহিনকে কারের ভিতর ফেনসিডিল থাকার কথা জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। এর পর কারের ম্যাকানিক্স এনে কারের ভিতর তল্লাশী চালিয়ে কারের গ্যাস সিলিন্ডারের ভিতর বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এই আসামি চক্র দীর্ঘদিন ধরে হিলি এলাকা হতে ভারতীয় ফেনসিডিল চোরাই পথে এনে কারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। আসামি শাহিনের বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরো একটি মাদকের মামলা বিচারাধীন আছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, আটক শাহিন ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।