রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন
ফয়জার রহমান রানু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ৪ পা বিশিষ্ট জীবিত একটি শিশুর জন্ম হয়েছে। অস্বাভাবিক আকৃতির শিশুটি জন্মের ১০ মিনিট পরেই মারা যায়। শনিবার দুপুরে একটি বে-সরকারী আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী শিউলি বেগম (২৬) এর প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে ওই হাসপাতালে নিয়ে আসে। স্বাভাবিক ভাবে জন্ম নেয়া দুই দেহ বিশিষ্ট শিশুটির ৪টি পা, ২টি হাত, ২টি কান থাকলেও অস্বাভাবিক দুইটি চোখ ছিল। মুখ বিহীন শিশুটির শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক না থাকায় জন্মের ১০ মিনিট পর মারা যায়। তবে শিশুটির প্রসূতি মা সুস্থ্য থাকায় তাকে বাড়ি পাঠানো হয়েছে। আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ঈরশাদুল হক চাঁদ বিষয়টি নিশ্চিত করেন।